Ticker

10/recent/ticker-posts/

মসজিদে প্রবেশের দোয়ার ফযীলত

মসজিদে প্রবেশের দোয়ার ফযীলত

এই দোয়া পাঠকারী সারা দিন শয়তান হতে নিরাপদে থাকবে: আব্দুল্লাহ বিন আমর (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি নবী (সাঃ) হতে বর্ণনা করেন যে, তিনি যখন মসজিদে প্রবেশ করতেন।

তখন বলতেন:

أَعُوْذُ بِاللَّهِ الْعَظِيْمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ.


অর্থ: আমি বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, তাঁর সম্মানিত চেহারার এবং শাশ্বত সার্বভৌম শক্তির ওসীলায় ।


যখন কোন ব্যক্তি এ দোয়া পাঠ করে তখন শয়তান বলে, এ ব্যক্তি আজ সারা দিন আমার নিকট থেকে নিরাপদ হয়ে গেল ।


সুনানে আবু দাউদ, নামায অধ্যায়, মসজিদে প্রবেশকালে কি বলবে তার পরিচ্ছেদ, হাদীস নং ৪৬৫, ২/৯৪। হাফেয ইবনে হাজার হাদীসটিকে হাসান বলেছেন এবং শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।


(দেখুন: নাতায়েজুল আফকার ১/২০৪; ও সহীহ সুনানে আবু দাউদ ১/৯৩।

Post a Comment

0 Comments