যে ব্যক্তি অজুর পর পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে:
উমার বিন খাত্তাব (রাদিআল্লাহ) হতে বর্ণিত, তিনি তার বর্ণনায় বলেন,
রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন: যে ব্যক্তি উত্তম করে ওজু করে।
অত:পর বলে:
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَ أَشْهَدُ أَنْ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ ، اَللّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ.
অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোন অংশীদার নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাঃ) তার বান্দা ও তার রাসূল।” তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।
জামে তিরমিজী, রাসূল হতে বর্ণিত পবিত্রতা অধ্যায়, অজুর পর কোন দোয়া পাঠ করতে হয় পরিচ্ছেদ, হাদীস নং ৫৫, ১/১৪৯-১৫০ ।
শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (দেখুন: সহীহ সুনানে তিরমিজী ১/১৮)। মূল হাদীসটি সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে।
(দেখুন: সহীহ মুসলিম, পবিত্রতা অধ্যায়, অজুর পর শরীয়ত সম্মত দোয়া পরিচ্ছেদ, ১/২০৯-২১০ ।
হে আল্লাহ! তুমি আমাদেরকে তাওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো।
দৈনন্দিন জিকিরের ফযীলত -৬-
0 Comments